চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কা-মদিনা আল হেরামে নিয়োগ পেলেন নতুন খতিব ও ইমাম

প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৮:৫৯:২৭ || আপডেট: ২০১৯-১০-১৪ ১৮:৫৯:৩৫

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নতুন খতিব এবং ইমামদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন খতিবরা আগে থেকেই ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। পুরনো ইমামদের থেকে নতুন খতিব নিয়োগের পাশাপাশি নতুন করে ইমামও নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন ওয়াশশারিফাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়। সৌদি বাদশাহর নির্দেশে মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

কাবা শরিফের নতুন খতিব কাবা শরিফের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুজন। তারা হলেন-
শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ।
শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি।
এ দুই ইমাম দীর্ঘদিন ধরে কাবা শরিফের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

কাবা শরিফের নতুন ইমাম কাবা শরিফের ইমাম হিসেবে নতুন একজনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হলেন-শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি।
শায়খ দাওসারি কয়েক বছর আগে রমজান মাসে তারাবিহ নামাজ পড়ানোর জন্য কাবা শরিফের তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে তিনি বিভিন্ন ওয়াক্তের ইমামতির দায়িত্ব পালন করবেন।

মদিনার নতুন খতিব কাবা শরিফের পাশাপাশি মদিনার মসজিদে নববিতে একজনকে নতুন খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছেন। তিনি হলেন- শায়খ ড. আহমদ বিন তালিব হুমাইদ। শায়খ তালিব আগে থেকেই মসজিদে নববিতে বিভিন্ন ওয়াক্তে ইমামতি করে আসছিলেন।

মদিনার নতুন ইমাম মসজিদে নববিতে দুজন নতুন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন-
শায়খ ড. আহমদ বিন আলী হুজাইফি।
শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না।

এদের মধ্যে শায়খ আহমদ বিন আলী হুজাইফি মদিনা শরিফের প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান। তারা উভয়েই বেশ কয়েক বছর ধরে মসজিদে নববিতে রমজানের তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *