চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

রামুতে দ্বিতীয় দিনে জমজমাট নৌকা বাইচ : নদীর দুই পাড়ে ক্রীড়ামোদি দর্শকের ঢল

প্রকাশ: ২০১৯-১০-১৭ ২৩:০০:৫০ || আপডেট: ২০১৯-১০-১৭ ২৩:০০:৫৯

খালেদ হোসেন টাপু,রামু
রামুতে নৌকা বাইচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণীয় এই খেলাকে ঘিরে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি ক্রীড়া প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। কক্সবাজার ও রামুসহ প্রত্যন্ত অঞ্চলে উৎসবের আমেজ শুরু হয়েছে। এই অঞ্চলের ক্রীড়ামোদী মানুষের মনে নৌকা বাইচ গ্রামগঞ্জে এ খেলা উৎসবের আমেজ ফিরে পেয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় রামু বাঁকখালী নদীর রামু ফকিরা বাজারের পূর্ব পয়েন্টের হাইটুপি থেকে চেরাংঘাটা ঘাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, রামু বাকঁখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা বাইশালী খেলায় লাখো মানুষের মিলন মেলা।

এই খেলার আকর্ষণ শুধু রামু নয় জেলার প্রতিটি অঞ্চলের মানুষের মাঝে ছড়িয়েছে। রামুর নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২৬টি নৌকা দল অংশ গ্রহণ করেন । আগামী ফাইনাল খেলা উপভোগ করার জন্য তিনি সর্বস্থরের ক্রীড়ামোদীদের আহবান জানিয়েছেন। ২৪ অক্টোবর ফাইনাল খেলা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিয় ক্রীড়ামোদীসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান ফরিদুল আলম।

নৌকা খেলায় জাজেস- রেডির- গো ঘোষকের দায়িত্ব পালন করেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর জানান দ্বিতীয় দিনের খেলায় প্রতিদ্বন্ধী নৌ দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা ছিলো। এ কারণে হাজার হাজার দর্শকও ছিলো আনন্দমুখর।

খেলা পরিচালনা কমিটির (ঘোষক-২) ও সদস্য রেফারি ওমর ফারুক মাসুম জানান রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা রামুর ক্রীড়াঙ্গনে এক বিরল দৃষ্টান্ত। এই নৌকা বাইচ আয়োজনের মাধ্যমে রামুর আবাল-বৃদ্ধ -বনিতা সকলে মারো মারো শব্দের তালে তালে প্রাণের উচ্ছাসে মেঠে উঠে।

নৌকা খেলায় জাজেস- রেডির- গো ঘোষকের দায়িত্ব পালন করেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর (১),ক্রীড়াপ্রিয় ওমর ফারুক মাসুম (২)।

খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে’র কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল বশর,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিদ্দিক আহমদ, নৌকা বাইচ পরিচালনা কমিটি’র সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ,(আসাদ ), ক্রীড়া সম্পাদক হাজ্বী মহি উদ্দিন, আমান উল্লাহ সওদাগর,এম ইউপি মোবারক হোসেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, গোপাল নাথ, আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *