চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর গুনাগরি ভূমি অফিসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক-১

প্রকাশ: ২০১৯-১০-৩০ ২০:০৮:৪৭ || আপডেট: ২০১৯-১০-৩০ ২০:০৯:১২

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী উপজেলার কোকদন্ডী ভূমি অফিসে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহন কালে দুদুকের অভিযানে এক ভূমি কর্মকর্তাকে আটক করেছে দুর্নিতী দমন কমিশন (দুদুক)। আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় বাঁশখালী গুনাগরি ভূমি অফিস থেকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ কালে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আলম সিদ্দীকি কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে তল্লাশী চালিয়ে আরো ৪৭ হাজার টাকা পাওয়া যায়।

জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদুক) চট্টগ্রামের উপ পরিচালক মাহমুদ হাসান ও লুৎফুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে তার কাছ থেকে নগদ অর্থ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ পরিচালক মোঃ সিরাজুল ইসলাম জানান, ঘুষ আদান প্রদান কালে গোপন সংবাদের ভিত্তিতে গুনাগরি কোকদন্ডী ভূমি অফিসে অভিযান পরিচালনা করি। এতে উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ১৫ হাজার টাকা নগদ এবং তার শরীরে তল্লাশী চালিয়ে আরো ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *