চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

নিঃস্ব হয়ে সৌদি আরব থেকে ফিরলেন আরও ২১৫ জন বাংলাদেশি

প্রকাশ: ২০১৯-১১-১৬ ০৭:১৭:৪৫ || আপডেট: ২০১৯-১১-১৬ ০৭:১৭:৫৫

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

নিঃস্ব হয়ে সৌদি আরব থেকে ফিরলেন আরও ২১৫ জন বাংলাদেশি প্রবাসী। তারা সকলেই সেখানে শ্রমিকের কাজ করতেন। ১৫ নভেম্বর রাতে সৌদি এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) ফ্লাইটে ৮৬ জন এবং রাত সোয়া একটায় এসভি ৮০২ উড়োজাহাজে ১২৯ জন বাংলাদেশী কর্মীকে ফেরত পাঠায় সৌদি প্রশাসন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মোট ১ হাজার ৫৬১ জন শ্রমিককে বেআইনিভাবে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ নিয়ে চলতি বছর ২১ হাজার বাংলাদেশী শ্রমিক সৌদি আরব থেকে দেশ ফিরেন।

সৌদি থেকে ফেরত যাওয়া সোহরাব জানান, দু’বছর আগে তিনি পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন এবং একেবারে খালি হাতে ফিরে আসেন দেশে। তার অভিযোগ, ঘর থেকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

হারুন জানান, কর্মস্থল থেকে ফেরার সময় তাকে ধরা হয়েছিল এবং তাকে ফিরে আসতে বাধ্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *