চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

রাসুল (সাঃ)কে ভালবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না : চুনতির সীরত মাহফিলে বক্তারা

প্রকাশ: ২০১৯-১১-২৭ ১২:১৯:০৯ || আপডেট: ২০১৯-১১-২৭ ১২:১৯:১৭

২৬ নভেম্বর ২০১৯ইং মঙ্গলবার বাদে আছর হতে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৭তম দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। ছদরে মাহফিল ছিলেন মাওলানা মঈনুদ্দীন রুহি। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী, ড. ঈসা শাহেদী।

চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায়- মাওলানা মুফতি হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, চট্টগ্রাম শাহ আবদুল জব্বার (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবদুল হাই নদভী, চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন, হাটহাজারী আল-জামিয়াতুল কুরানিয়া দারুচ্ছফার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি সিরাজ উল্লাহ আল-মাদানী।

আলোচকগণ বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না। তাই আসুন, আমাদের ঈমানকে মজবুত করি, আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি, আল্লাহ তাআলার আনুগত্য ও তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন ও জগৎকে আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দান করুন আমীন।

এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়ালী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, মুহাম্মাদ অলিউদ্দিন, কাজী নাছির উদ্দিন, ইসমাইল মানিক, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ মুহাম্মদ সরওয়ার কামাল, মাওলানা এ.কে.এম হাবিবুন নুর। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ মুজাহিদুল রহমান, মাওলানা আবদুল হাফিজ ফারুকী, মাওলানা সাইফুদ্দিন। যৌথ নাত পরিবেশন করেন, কলরব শিল্প গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *