চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সড়কের পাশের গাছ কাটার ফাঁকে ফাঁকে নতুন আম চারা রোপন করছে পল্লী বিদ্যুৎ-২

প্রকাশ: ২০১৯-১১-৩০ ২০:৪৭:০৯ || আপডেট: ২০১৯-১১-৩০ ২০:৪৭:১৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান সাহেব বিবি সড়কের ৬৯টি মেহগনি গাছ কাটার ঘটনার পর নতুন করে গাছ রোপন শুরু করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২। ৩০ নভেম্বর সকাল থেকে এই গাছ রোপন শুরু হয়।

জানা যায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পল্লী বিদ্যুৎ সমিতি ক্ষতি পূরণ পুষিয়ে দিতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করে। পল্লী বিদ্যুৎ সমিতির বোড সভাপতি তছলিম উদ্দিন জানান, গাছ কাটার সাথে জড়িত টেকনিশিয়ান মোহাম্মদ রফিক (৪৮)কে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে।

বোড পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, রাউজানের সাংসদ আন্তরিক ভাবে সবদিক বিবেচনা করে আমাদের সিন্ধান্ত দিয়েছেন। উনার সিন্ধান্ত মোতাবেক আমরা কাজ করছি। গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি ও অফিসিয়াল ব্যবস্থা নেয়া হয়েছে।

সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মচারীরা কর্তন করা গাছের ফাঁকে ফাঁকে শতাধিক কলপি আম গাছ রোপন করছে। বড় সাইজের উন্নত মানের বিভিন্ন আম গাছ লাগিয়ে ন্যাড়া হওয়া রাস্তার পাশ পূর্বেকার অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *