চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আলী হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ

প্রকাশ: ২০১৯-১১-৩০ ২০:৫৩:২৭ || আপডেট: ২০১৯-১১-৩০ ২০:৫৩:৩৪

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে। রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আলী হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ্ শাওন। আলী হোসেন ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মো. শাহ্ শাওন সহকারী শিক্ষক হিসেবে মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে সাক্ষাৎকার শেষে ইউএনও মো. মাসুদুর রহমানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড উপজেলার সেরাদের নাম ঘোষণা করেন।


এছাড়া অন্য ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ হয়েছেন- শ্রেষ্ঠ পরিচালনা পরিষদ সভাপতি পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জসিম উদ্দিন শাহ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শায়লা শারমিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মধ্য নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *