চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে টিকা প্রদান ও ঔষুধ বিতরণ

প্রকাশ: ২০১৯-১১-৩০ ২১:০০:৩৫ || আপডেট: ২০১৯-১১-৩০ ২১:০১:১৯

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এনএটিপি প্রকল্প-২ এর আওতায় ১৫ ইউনিয়নের ৪৫ টি স্থানে বিনামূল্যে টিকা প্রদান ও ওষুধ বিতরণের অংশ হিসেবে বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে সিআইজি ও নন সিআইজি খামারীর গবাদী পশু পাখিকে টিকা ও কৃমি নাশক ওষুধ দেয়া হয়েছে।

এছাড়া খামারীদের লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। ওইদিন টিকা প্রদান কার্যক্রমে দুইটি টিম মাঠে ছিল।

টিমে ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, পারিজাত কুসুম বড়–য়া, মীর মোহাম্মদ আজমগীর ও সরেজমিন সহকারী সিরাজুল মুবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *