চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

ভূয়া জাতীয় পরিচয় পত্র দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করতেন তিনি

প্রকাশ: ২০১৯-১২-০৩ ১০:২২:৫৭ || আপডেট: ২০১৯-১২-০৩ ১০:২৩:০৭


আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :

৩ টি ডাকাতি মামলার পরোয়ানা রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রায় ২০ বছর ধরে পলাতক তিনি। নিজের নাম পরিচয় গোপন রেখে জাতীয় পরিচয়পত্র তৈরি করে পুলিশকে বিভ্রান্ত করে আসছিলেন। অবশেষে ধরা। পুলিশের জালে আটকা পড়লেন রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা মো. হাবীবুল্লাহ।


শনিবার (৩০ নভেম্বর) রাতে সরফভাটা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১ ডিসেম্বর) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন কুমার দে বলেন, “ ডাকাতি মামলার আসামী হাবীব উল্লাহ’র বিরুদ্ধে ১৯৯৬ ও ২০০০ সালে ৩টি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ তাঁকে বিভিন্ন সময় ধরতে গেলে ভূয়া জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বিভ্রান্ত করে আসছিল। স্থানীয়রা তাঁর পরিচয় সনাক্ত করে। সে নিজেই ৩ ডাকাতি মামলা ও ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করার কথা স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *