চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি পেশাজীবী সমাজ’র পূনর্মিলনীর কমিটি গঠিত

প্রকাশ: ২০১৯-১২-০৩ ১০:৩৩:৫৮ || আপডেট: ২০১৯-১২-০৩ ১০:৩৪:৪৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রামের পেশাজীবীদের পূনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সোহাগ কমিউনিটি সেন্টারে সর্বসম্মতিক্রমে মো. রহিম উদ্দিন সিকদার (শিক্ষক) কে আহবায়ক যুগ্ম আহবায়ক- আবু সায়েম ( শিক্ষক), মো. হাবিবউল্লাহ টিটু(সরকারি চাকুরীজীবী) সদস্য সচিব, সঞ্জয় চৌধুরী (ব্যবসায়ী)কে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন – সুজিত বড়–য়া (ব্যবসায়ী) জুলিয়ানা সাদেক সোমা (শিক্ষক), কৌশিক তালুকদার রাসু ( ব্যবসায়ী), শেখ মো. কামাল (শিক্ষক), আবু বক্কর ছিদ্দিক ফারুক ( সরকারি চাকুরীজীবী), সৈয়দুল আলম টিটু( ব্যবসায়ী), জুনায়েদ সাদেক সৌমেন(ব্যবসায়ী),নিউটন বড়–য়া( চাকুরীজীবী), মমতাজ আল হাসান বুলবুল(ব্যবসায়ী), মো. শওকত আলী (শিক্ষক) রাজন মুৎসুদ্দী মিল্টন(সরকারি চাকুরীজীবী), মিশন চক্রবত্তী(ব্যবসায়ী), ইকবাল হাছান(আইনজীবী) রুবেল সিকদার(সরকারি চাকুরীজীবী) মাহাবুবুল আলম সিকদার( ব্যবসায়ী), সাজ্জাতুল ইসলাম হীরা(ব্যবসায়ী), আজগর হোসেন (প্রবাসী), সাজ্জাতুল ইসলাম রুবেল(প্রবাসী), আব্বাস হোসাইন আফতাব( সাংবাদিক), এস এম ইকরাম হোসাইন সোহেল(চাকুরীজীবী), আক্রামউদ্দৌল্লাহ সেতু ( চাকুরীজীবী), জসিম উদ্দিন রনি( সরকারি চাকুরীজীবী), মিজান তালুকদার(ব্যবসায়ী), মো. ওমর রাশেদ(ব্যবসায়ী), সোমেল তালুকদার(ব্যবসায়ী), ফোরকান উদ্দিন সিকদার(চিকিৎসক), অজয় বড়–য়া( শিক্ষক), নিজাম উদ্দিন (ব্যবসায়ী), রাশেদ আহমদ (চাকুরীজীবী), মাসুদ পারভেজ বাবলু(চাকুরীজীবী), অনিকুল ইসলাম বাপ্পু(চাকুরীজীবী), বিপ্র ভট্টাচার্য(চাকুরীজীবী)।

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পূনর্মিলণী অনুষ্ঠানের নিবন্ধনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত রাখা হয়েছে। প্রবাসী কিংবা রেজিষ্টেশন পয়েন্টের বাইরে যারা রয়েছেন তাঁরা মুঠোফোনেও নিবন্ধন করতে পারবেন।

রেজিষ্টেশন পয়েন্টের ঠিকানা – রেজিষ্ট্রেশন সেন্টার(রাঙ্গুনিয়া) আব্বাস হোসাইন আফতাবের সংবাদপত্র অফিস (পোস্ট অফিসের বিপরীতে গুমাই মার্কেট দোতলায়), মধুবন ডিলার, সোহাগ কমিউনিটি সেন্টার , থানা সদর, প্রোপাইটর- মাহাবুবুল আলম সিকদার, বৈশাখী স্টেশনারী (হিন্দুপাড়ার মুখ), প্রোপ্রাইটর- সোহেল তালুকদার, আল আমিন স্টোর, রোয়াজারহাট, প্রোপ্রাইটর- মিজান তালুকদার, সোহেল কম্পিউটারস (ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীত), প্রোপ্রাইটর- সোহেল বড়ুয়া সুজন, তানিশা ফার্মেসী (কালা বুইচ্চার দোকান) প্রোপ্রাইটর- টিম্পু বড়ুয়া।

সার্বিক যোগাযোগ- ০১৮১৯-০২৪৬৭৫(রহিম উদ্দিন সিকদার), ০১৮১৫-৪৭১৯৪৭(আবু সায়েম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *