চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

শহীদ দৌলতের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি : গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-১২-০৫ ২৩:০৩:৪৫ || আপডেট: ২০১৯-১২-০৫ ২৩:১২:৩৫



আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
শহীদ দৌলতের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। ফিরে পেয়েছি নতুন গণতান্ত্রিক স্বাধীন দেশ। মুক্ত হয়েছে দীর্ঘ ৯বছরের স্বৈর শাষণ। পতন ঘটেছে তৎকালিন স্বৈর শাষক এইচএম এরশাদের। ছাত্রলীগ নেতা শহীদ দৌলত খান স্বৈরচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, এইদেশের মানুষ সারাজীবন স্মরণ রাখবে।

১৯৮৭ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষিত উপজেলা ঘেরাও কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছাত্রলীগ নেতা দৌলত খান। তার স্মরণে বৃহস্পতিবার বিকাল ৪টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দৌলত খানের স্মৃতিচিহৃ ধরে রাখবে হবে। দৌলতের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন জয়নালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, সিনিয়র আইনজীবি লুৎফুল কবির, সাবেক ছাত্রলীগ সভাপতি কাউছার, চকরিয়া পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা আক্তার আহমদ, ইউছুফ রাজা, লায়ন আলমগীর চৌধুরী। এরআগে দৌলত খানের কবরে পুষ্পমাল্য ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *