চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

ধোপাছড়িতে চন্দনাইশ সমিতির বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশ: ২০১৯-১২-০৬ ২১:০৬:১১ || আপডেট: ২০১৯-১২-০৬ ২১:০৭:২০

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চন্দনাইশের ধোপাছড়িতে গতকাল ৬ ডিসেম্বর (শুক্রবার) চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে বিনামুল্যে খৎনা, কর্ণছেদনও করা হয়।

ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির, খৎনা, কর্ণছেদনের আয়োজন করা হয়। চিড়িংঘাটা হাজী কালু মিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় সকাল ৯টা থেকে দিনব্যাপী চক্ষু শিবির, খৎনা, কর্ণছেদনে স্রহসাধিক রোগিকে চিকিৎসা দেয়া হয়। সে সাথে বিনামূল্যে ঔষধ, লুঙ্গী, চশমা বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে উদ্বোধনী সভা চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু সার্জন ডা. শাহাদাত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন-সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। ট্রাস্টের সম্পাদক একরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুল নবী খান, তৌহিদুল আলম, আরশাদুল্লাহ, আবু তাহের, এম এ ফয়েজ, এড.নজরুল ইসলাম, মো. ইদ্রিছ, আ.ন.ম হাসান চৌধুরী, আবদুর রহীম চৌধুরী, মনছুর আলী, শাহজাদা দেলোয়ার হোসেন, প্রফেসর এয়াকুব নবী, কালু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলীম , জাহিদুল আলম, নিজাম উদ্দিন, মো. শাদ, ইয়াছিন চৌধুরী দুলাল, মো. কমরুদ্দিন, মো. ইসলাম, লায়ন ভাইস গভর্ণর আল শাদাত দোভাষ, লায়ন নিশাত ইমরান, লায়ন মো. আবু তাহের খান, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন সিলবার স্টেব্যানাত, লায়ন আবদুর রউফ শাহিন, লায়ন ডি কে লালা, লায়ন লিটন কান্তি দাশ, লায়ন সামশুল হক সরকার, লায়ন নোমান লিটন, লায়ন অনুপম মজুমদার, লায়ন আবু নাছের রনি, লায়ন জেসমিন আকতারসহ লায়ন্স ক্লাব ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এ ক্যাম্পে’র সার্বিক সহযোগিতায় ছিলেন, শেভরণ আই হসপিটাল এন্ড রিসার্স সেন্টার এবং লাইন্স ক্লাব অব চিটাগাং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *