চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা

প্রকাশ: ২০১৯-১২-১১ ১৮:০১:০২ || আপডেট: ২০১৯-১২-১১ ১৮:০১:১১

নিউজ ডেস্ক :

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। 

বুধবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে এ রিপোর্ট জমা দেয়।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।  

গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

তবে ৫ ডিসেম্বর বিএসএমএমইউ-এর পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা না দেওয়ায় সেদিন আদালত ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মূলতবি করেন। সেদিন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে দিতে চাওয়ায় আপিল বিভাগের এজলাস কক্ষে হট্টগোল বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *