চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাঠ্যবাই ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশ: ২০১৯-১২-১১ ০০:২৫:৩৪ || আপডেট: ২০১৯-১২-১১ ০০:২৫:৪১

মোঃ জয়নাল আবেদীন টুকু,নাইক্ষ্যংছড়ি থেকে:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির কর্তৃক বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার অসহায় ও এতিম ছাত্র ছাত্রীদের ২০২০ সালের নতুন বছরের নূরানী কোরআন শিক্ষা, পাঠ্য পুস্তক ও অর্থ সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে বিজিবির প্রধান কর্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে জোন কমান্ডার ও ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদ্রাসার এতিম ও অসহায় ১১৭ জন ছাত্র-ছাত্রীদের পক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদও সহকারী শিক্ষক মাওলানা এহসান এর নিকট এ পাঠ্য পুস্তক হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্ত্বমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
অসহায় ছাত্র ছাত্রীদের বই বিতরণ ছাড়াও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, রাস্তা ঘাট নির্মাণ সহ নানাধরণের কর্মসুচি পালন করে আচ্ছে।


তিনি আরও বলেন সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি সকল জনসাধারণ কে অবৈধ কর্মকান্ড এবং মাদক চোরা কার্বারীদের ধরতে সার্বিক সহযোগিতার আহবান জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মশিউর রহমান লিমন, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন সুবেদার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *