চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় জ্বালানী কাঠ ভর্তি জিপসহ আটক ১০

প্রকাশ: ২০১৯-১২-১৩ ২৩:৩৭:০২ || আপডেট: ২০১৯-১২-১৩ ২৩:৩৭:০৯

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় অবৈধ জ্বালানী কাঠ ভর্তি ১০টি চাঁদের গাড়ি (জিপ)সহ ১০ জন চালককে আটক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো. করিমুল ইসলাম, মো. নাছির, মো. মহসিন, রুপম দে, বিকাশ পাল, মো. জাহাঙ্গীর, টিপু সুলতান, মো. ফোরকান, দক্ষিণ রাজানগর ইউনিয়নের নাজিম উদ্দিন ও মো. জাহিদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বন অধিদপ্তর ও বর্ডার গার্ড অব বাংলাদেশ’র (বিজিবি) যৌথ দল এই অভিযান চালিয়েছে। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বন অধিদপ্তর।


বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, গোপন সংবাদে বন অধিদপ্তর ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা লিচু বাগান ফেরিঘাট থেকে জ্বালানী কাঠ ভর্তি ১০টি চাঁদের গাড়ি ও ১০ চালককে আটক করা হয়। কাঠসহ চাঁদের গাড়িগুলো বন অধিদপ্তরের রাঙ্গুনিয়া ষ্টেশনের হেফাজতে রাখা হয়। আটক চালকদের থানা হেফাজতে দেয়া হয়। কোদালা বনবিট কর্মকর্তা হারুন উর রশিদ বাদী হয়ে মামলা করবেন।


রাঙ্গুনিয়া থানার এস আই ইসমাঈল হোসেন বলেন, ১০ জন চাঁদের গাড়ি চালক থানা হেফাজতে রয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *