চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির লেলাং বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৩:১২:৪৪ || আপডেট: ২০১৯-১২-১৫ ১৩:১২:৫৩

রফিকুল আলম :

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও লেলাং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর শনিবার লেলাং বধ্যভূমি প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন শেষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, স্বাস্থ্য নির্বাহী মোঃ ইলিয়াস চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসানুল কবির প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন। মাস্টার জসিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে লেলাং ইউপি সদস্য সরোয়ার হোসেন, ইফতেহার উদ্দীন মুরাদ, আবুল হাসান বাবুল, মীর মোরশেদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার আহম্মদ ছাফা, মুক্তিযোদ্ধা ইলিয়াছ (এল.এম.জি)।

আলোচনা সভা শেষে লেলাং শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *