চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় মৎস্য, কৃষি ও ডেইরী খাতে বিপ্লব ঘটানো সম্ভব : মোহাম্মদ মুনীর চৌধুরী

প্রকাশ: ২০১৯-১২-২২ ১৯:৫১:১২ || আপডেট: ২০১৯-১২-২২ ১৯:৫১:১৯

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, বিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে দেশ এগিয়ে যাচ্ছে। অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহারে সাফল্য আসছে। আজকাল পানির ভিতর মাছের বিচরণ ট্র্যাকিং করা হচ্ছে। আমাদের আরো বিজ্ঞান মনষ্ক হতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অনৈতিক আয় ভবিষ্যত জীবনে টেকসই হয়না। পরিমিত জীবন যাপন করতে হবে। হালাল রুজি রোজগারে শান্তি আছে। নাগরিককে ভাল সেবা দেয়া ইবাদত। দেশের উন্নয়নে কাজ করাও ইবাদত। রাঙ্গুনিয়ায় মৎস্য, কৃষি ও ডেইরী খাতে বিপ্লব ঘটানো সম্ভব। সংশ্লিষ্টদের আরো বেশি কাজের মাধ্যমে এই খাত এগিয়ে নিতে হবে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মোহাম্মদ মুনীর চৌধুরী উপজেলা সদরের শিশুমেলা মডেল স্কুলে ফিতা কেটে বিজ্ঞান ক্লাব উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *