চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস : আটক ২

প্রকাশ: ২০১৯-১২-২২ ১৮:০২:১৫ || আপডেট: ২০১৯-১২-২২ ১৮:০৩:০২


খাগড়াছড়ি, প্রতিনিধি :
পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম কলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।

রোববার ২২ ডিসেম্বর সকালে মহালছড়ির বিজি তলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবালের নেতৃত্বে পেট্রোল টিম ৪ কোটি টাকা মূল্যের প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করে। এসময় গাঁজা চাষ করার অপরাধে অমল বিকাশ চাকমা ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানান,‘দুর্গম পাহাড়ি এলাকায় লোকচুক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ স্থানীয় গ্রাম বাসিন্দাদের দিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কুলাবুনিয়া এলাকায় সেনা অভিযানে প্রায় ১৫ শ গাঁজা গাছ পুড়িয়ে দেয়।’

মহালছড়ি থানার ওসি মো: জাহাঙ্গীর জানান, ‘আটক কৃত দুই গাঁজা চাষীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *