চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

এহেসান হুজুরের জানাজায় শোকাহত মানুষের ঢল : বিভিন্ন মহলের শোক

প্রকাশ: ২০১৯-১২-২৩ ২৩:৪৯:২৬ || আপডেট: ২০১৯-১২-২৩ ২৩:৪৯:৩৪


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলার পীর আলহাজ্ব শাহ মাওলানা এহেসানুল হকের দুই দফা জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশ নিয়েছেন। সোমবার বাদে আছর স্থানীয় জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয় মাঠে দুই দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় ইমামতি করেন মাওলানা এহেসান হকের বড়পুত্র শাহাজাদা মাওলানা এহেতাসামুল হক একই মাঠে দ্বিতীয় জানাজায় ইমামতি করেন হুজুরের ভাগিনা মাওলানা দিদারুল ইসলাম।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও জেলার প্রত্যন্ত এলাকার হাজার হাজার পীরভক্ত জনতা অংশ নেয়। আছরের নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই বিশাল স্কুল মাঠসহ আশপাশ এলাকায় শোকাহত জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

জানাজার পূর্বে পীর সাহেবের লাশ স্কুল মাঠে পৌছলে সেখানে শোকাহত মানুষের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এহেছানুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে দাফন করা হয়।


জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে পীর সাহেবের সৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সাবেক সাংসদ মৌলভী মো: ইলিয়াছ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ ও তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী।


এদিকে পূর্ববড় ভেওলা এহেছানুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ মাওলানা এহেসানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম, সাবেক সাংসদ ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ মৌলভী মো. ইলিয়াছ, পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাউল হক।

এসময় তারা মরহুমের আত্মর মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত: চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা এহেছানুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ মাওলানা এহেসানুল হক (প্রকাশ ভেওলার পীর এহেছান হুজুর) সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)। একজন বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে এলাকায় তাঁর বেশ সুনাম ছিল। পীর এহেসানুল হকের মৃত্যুতে চকরিয়াসহ পুরো জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *