চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

প্রকাশ: ২০১৯-১২-২৪ ১৬:২০:০৭ || আপডেট: ২০১৯-১২-২৪ ১৬:২০:১৬

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩-ডিসেম্বর) রাতে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়া গ্রামে চিত্রসেন বড়ুয়া (৬০) এর বাড়িতে।

ক্ষতিগ্রস্থ পরিবারে সূত্রে জানা যায়, ঘরে রান্না করার জন্য বাজার থেকে নতুন একটি গ্যাস সিলিন্ডার আনা হলে। পরে এটি রান্নার কাজে ব্যবহার করতে গেলে হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন নেভানোর জন্য পানি ছুড়ে মারা হলে আগুনে তীব্রতা বেড়ে গিয়ে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এসময় ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ও রাঙ্গুনিয়ার দুটি ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এবিষয়ে জানতে চাইলে, ইউপি সদস্য মো: নাছের উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা হলে ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চেয়ারম্যান তছলিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *