চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লীতে বড়দিন পালিত

প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৯:৫৭:৩৩ || আপডেট: ২০১৯-১২-২৫ ১৯:৫৭:৪১

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
বাংলাদেশে সকল ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছার প্রতিফলন হিসেবে এদেশের সকল ধর্মের মানুষের উৎসবে সকলে স্বঃতস্ফুর্তভাবে উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে খ্রিশ্চীয়ান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার একথা বলেন।

চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতাল অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী প্রমুখ। সভার আগে বড় দিন উপলক্ষে কেক্ কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *