চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

জাতি গঠনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : নজরুল ইসলাম এমপি

প্রকাশ: ২০১৯-১২-২৫ ২১:৪৬:৫২ || আপডেট: ২০১৯-১২-২৫ ২১:৪৭:০২


মো. নুরুল আলম , চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রত্যেকটি মানুষের জীবনে শিক্ষা অপরিহার্য। শিক্ষিত মানুষ সমাজের দর্পন। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শিকড়। তাই শিক্ষার্থীরা যেখানেই যাক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের আনুগত্য কোনভাবে কমতি থাকে না। সে ধারাবাহিকতার দায়বদ্ধতা থেকে এ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষকদের সম্মাননা প্রদান করছেন। জ্ঞানীগুণিদের সম্মান করলে দেশে জ্ঞানীগুণির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলার কাঞ্চনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহপাঠী বন্ধু ফোরাম’৯৪ এর উদ্যোগে গতকাল ২৫ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা সংগঠনের আহবায়ক মো. ছমিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, চেয়ারম্যান মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সমির কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন, সংবর্ধিত শিক্ষক মো. রফিকুল ইসলাম, নারু গোপাল শীল, ঝর্ণা রাণী দে, কামাল উদ্দীন আহমেদ, মাও. জাহেদুল হক, জাহাঙ্গীর আলম, নুর আক্তার বেগম, সংগঠন নেতা নজরুল ইসলাম, মো. মফিজুল আলম, জসীম উদ্দীন প্রমূখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *