চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়িতে বিনামূল্যে চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

প্রকাশ: ২০১৯-১২-২৫ ২০:০১:৪০ || আপডেট: ২০১৯-১২-২৫ ২০:০২:৩৬

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ৩ শত রোগী চিকিৎসা সেবা পেয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগন এসব রোগীকে , ডায়াবেটিস, মেডিসিন ও হৃদরোগের চিকিৎসা সেবা দেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ী শ্রীরামকুঞ্জ প্রাঙ্গন চিকিৎসা শিবিরে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক মো. আবদুল মোত্তালিব, মো. শওকত আলী, এ এম শফিক, মো. আখতার হোসাইন, মোহাম্মদ রিপন।

শ্রীরাম কুঞ্জ’র সভাপতি ডা. পরিমল কান্তি শীল বলেন, “আগে থেকে নিবন্ধনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দেন। শ্রীরামকুঞ্জের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে চিকিৎসা ক্যাম্প ছাড়াও শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *