চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সেীদি আরবে কোম্পানিতে যারা অবৈধ আছেন শুধু তারা জেল জরিমানা ছারা দেশে যেতে পারবেন

প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৯:২৮:০১ || আপডেট: ২০১৯-১২-২৫ ১৯:২৮:০৮

সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের এলাকা সমূহ দুই ভাগে বিভক্ত বলা যায়, এক ভাগ বাংলাদেশ দুতাবাস রিয়াদ এর আওতাধীন, অন্যভাগ বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এর আওতাধীন।

যাদের হুরুব নেই, ইকামা মেয়াদহীন বা ইকামা হয়নি, এবং নিয়োগকর্তার ধরন কোম্পানি বা মুয়াসসাসা তারা বর্তমান সুযোগে দেশে যেতে পারবেন এবং পরবর্তিতে নতুন ভিসায় আসতে পারবেন।

এই সুযোগ নেয়ার জন্য কোম্পানি/মুয়াসসাসা যে এলাকার ঠিকানায় সেই এলাকার দুতাবাস/কন্স্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ দুতাবাস রিয়াদ আজ হতে দুতাবাস ভবনে আবেদন গ্রহণ শুরু করেছে। একই ভাবে দাম্মাম অঞ্চলেও দুতাবাস প্রতিনিধিদের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। দুতাবাসের আওতাধীন অন্যান্য অঞ্চলে পরবর্তিতে তারিখ ঘোষণা করে আবেদন জমা নেবে দুতাবাস কর্তৃপক্ষ।

অপরদিকে বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এখনো আবেদন জমা নেয়া শুরু করেনি, যথাশীঘ্র শুরু করবে। জেদ্দা কন্স্যুলেটে যোগাযোগের নম্বরঃ 8002440051,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *