চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে বসতঘর ও দোকান ভষ্মীভূত

প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৯:৫০:৫০ || আপডেট: ২০১৯-১২-২৫ ১৯:৫৩:৪৪

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় অগ্ন্কিান্ডে ১০ কাঁচা বসতঘর ও দোকান। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আমির কুলাল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্ন্কিান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।


ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন হাওলাদার বলেন, “ আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে মো. ফারুক, মো. করিম, মো. পেয়ারু, মো. ইউসুফ ও মো. আইয়ুব’র ৫ কাঁচা বসতঘর পুড়ে যায়।

আগুন ছড়িয়ে বসতঘরের সামনের মো. দিদার হোসেন ও মো. সেলিম কাঠের আসবাবপত্রের দোকান, আবদুস সালামের সেলুন, বখতিয়ার হোসেন’র চা দোকান ও জাকির হোসেনের মুদি দোকান পুড়ে যায়। বসতঘরের চুলার আগুন থেকে অগ্ন্কিান্ডের ঘটনা ঘটেছে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *