চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদম ঝুঁকি হ্রাস স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১২-২৭ ২১:৪৪:৩২ || আপডেট: ২০১৯-১২-২৭ ২১:৪৪:৩৮

হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি :
আলীকদম দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বহস্পতিবার সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনর উপ-প্রধান আবু সাইদ কামরুজ্জামান।

কর্মশালায় দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরুপন বিভিন প্রস্তাবের সাথে পাথর উত্তোলন বন্ধ করা, নদী খনন, বৃক্ষরোপন ও পাহাড়ি ঝিরিতে বাঁধ দিয়ে পানির উৎস সৃষ্টি ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল র‌্যালিজিয়ন্স প্রোগ্রাম, এনআরপি-ইউএনডিপি’র প্রকল্প ব্যবস্থাপক এস. এম মার্শদ, পরিকল্পনা কমিশনর সিনিয়র সহকারী প্রধান রেশমি চাকমা আলীকদম উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাঃ গোলাম মাহবুব সরোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *