চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৯:১৭:৪৪ || আপডেট: ২০১৯-১২-৩০ ১৯:১৭:৫২



মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৮শ রোগীকে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামে প্রয়াত আবুল হোসেন ও ডাঃ নাসরিন পারভীন নিশুর স্মরনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন, ডাঃ মো. শওকত আলী, ডাঃ কামরুল হাসান চৌধুরী লাবলু ও ডাঃ ইমরুল হাসান চৌধুরী বাবলু প্রমুখ। এসময় রোগীদের তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় রক্ত পরিক্ষা করে দেয়া হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শওকত আলী জানান, গ্রামের দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সেবা প্রদান অব্যাহত রাখা হবে। আগত রোগীদের ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এসে তিনঘরিয়াটোলা গ্রামের তাজুল ইসলাম (৫৫) বলেন, এখানে অনেক দরিদ্র রোগী এসেছে চিকিৎসা সেবা নেয়ার জন্য।

আমাদের বাড়ির ৭ জন রোগীকে এই ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ পেয়েছি, রক্ত পরিক্ষাও করে দিয়েছে। আগামীতে এধরনের সেবা প্রদান অব্যাহত থাকলে গ্রামের রোগীরা খুব উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *