চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নগরীর আকবরশাহ এলাকায় রেলেওয়ের জমি উদ্ধারে অভিযান

প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৫:১১:৩২ || আপডেট: ২০১৯-১২-৩০ ১৫:১১:৪০

রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন নগরের আকবরশাহ এলাকায় রেলেওয়ের জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে ভূ-সম্পত্তি বিভাগ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান যেমন আছে তেমনি বসতিও রয়েছে।

এর আগে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে জড়ো হতে থাকেন অবৈধ দখলদাররা। কেউ কেউ নিজেদের জায়গা প্রমাণ করতে কাগজপত্রও সঙ্গে নিয়ে আসেন। তবে কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। পরে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে অভিযান শুরু করা হয়।

ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, বিজয়ের মাস হওয়ায় এ মাসে অভিযান শিথিল করা হয়। আজ থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *