চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩০০ টন গাঁজা উদ্বার

প্রকাশ: ২০১৯-১২-৩০ ২১:৪৮:০৩ || আপডেট: ২০১৯-১২-৩০ ২১:৪৮:১০

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

১৩০০ টন হাশিস বা গাঁজা পাচার করে সৌদি আরবে প্রবেশ করার সময়ে সীমান্তরক্ষীদের হাতে গ্রেফতার হয়েছে মোট৭৯ জন স্মাগলার। গতমাসে এই গাঁজার চালান আটক করে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী!

১৩০০ টন হাশিস বা গাঁজা পাচারের অপরাধে গ্রেফতার ৭৯। সৌদি আরবের দক্ষিন অঞ্চলের সীমান্তের প্রহরায় নিয়োজিত সীমান্তরক্ষী দলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মুসফির-আল-কিরাইনি গনমাধ্যমকে জানান, বিগত মাসে সৌদি আরবে গাঁজা চোরাচালান করার চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবারই, এবং মোট আটককৃত গাঁজার পরিমান ১৩০০ টনেরও বেশি।

এসকল চোরাচালান প্রচেষ্টায় ৭৯ জনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী। এদের মধ্যে ৫৪ জন ইথিওপিয়ান, ১৬ জন ইয়েমেনি, ৫ জন সোমালিয়ান এবং ৪ জন সৌদি নাগরিক।

উদ্ধারকৃত হাশিস বা গাঁজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং গ্রেফতারকৃতরা বিচারের প্রক্রিয়াধীন আছেন বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *