চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে নারীদের হয়রানীর ও অশালীনতার দায়ে ৯৮-জন গ্রেফতার

প্রকাশ: ২০১৯-১২-৩১ ০৭:৫৬:১০ || আপডেট: ২০১৯-১২-৩১ ০৭:৫৬:১৯

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের রাজধানী রিয়াদে নারীদের হয়রানীর দায়ে গ্রেফতার ৩৮। এছাড়া অশালীনতার দায়ে আটক আরো ৬০ জন । এদের সৌদি পাবলিক প্লেসে অশালীন পোষাক পড়ার জন্য আটক করা হয় । সৌদি পুলিশের লেফটেন্যান্ট কর্নেল শাকির বিন সুলাইমান আল-তাইরজি গণমাধ্যমকে একথা জানান। সূত্র সৌদি গেজেট

সৌদি আরবে নারীদের
রক্ষণশীল সৌদি আরবে সামাজিক বিভিন্ন নিয়মে শিথিলতা আনার উদ্যোগ নেওয়ার পর এই প্রথম এই গণগ্রেফতারের ঘটনা ঘটল।

পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে নারীরা অভিযোগ জানানোর পর পর আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রিয়াদে এমডিএল বিস্ট সঙ্গীত উৎসবে হয়রানির শিকার হয়েছিলেন বলে ওই নারীরা জানিয়েছিলেন।

রিয়াদে এই সঙ্গীত উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *