তায়েফ খান সোহাগ ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০২০-০১-০১ ১৩:৫১:১২ || আপডেট: ২০২০-০১-০১ ১৩:৫১:২০
তায়েফ খান সোহাগ® ২০১৯ সাল তারকাদের বিয়ের বছর। বেশ কয়েকজন তারকাশিল্পী বিয়ের পিঁড়িতে বসেছেন। বেশির ভাগ তারকা প্রেম করে বিয়ে করেছেন। কারও কারও পারিবারিক সম্মতিতে বিয়ে হয়েছে। চলুন জেনে নিই এ বছর বিয়ের পিঁড়িতে বসেছেন কারা।
মিথিলা-সৃজিত♥
সৃজিত-মিথিলার বিয়ের খবরটা ঘুরছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। অবশেষে ৬ ডিসেম্বর বিয়ে করেন এই তারকা দম্পতি।
তমা মির্জা♥
ঢালিউডের নায়িকা তমা মির্জার বাগদান হয়েছে গত ৯ মার্চ। বর হিশাম চিশতি। কানাডা প্রবাসী।
সাজিয়া ইসলাম পুতুল♥
ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী পুতুল বিয়ে করেন ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামকে।
দিলশাদ নাহার কণা♥
গত ২১ এপ্রিল বিয়ে করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার।
জলি♥
গত ১৬ মে সন্ধ্যায় গুলশানের অভিনেত্রী জলি বিয়ে করেন আরাফাত রহমানকে।
তাসকিন রহমান♥
ঢাকা অ্যাটাকখ্যাত অভিনেতা তাসকিন রহমান বিয়ে করেন ১১ জুন।
আশিকুর রহমান মেহরাব♥
৮ জুলাই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব।
ঈশানা খান♥
গত ১১ জুলাই হঠাৎ বিয়ে করেন লাক্স তারকা ঈশানা খান। বর অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরী।
দীপালি আক্তার তানিয়া♥
পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ানের সঙ্গে কাজ করতে গিয়ে তানিয়া আক্তার দীপালির পরিচয় হয়। এ বছর ৩০ আগস্ট গাঁটছড়া বাঁধেন তারা।
শান♥
গত ৯ অক্টোবর বিয়ে করেন সংগীতশিল্পী শান। কনে নুসরাত জামান স্নিগ্ধা কণ্ঠশিল্পী সাব্বির জামানের বোন।
সাবিলা নূর♥
২৫ অক্টোবর বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ওইদিন রাজধানীর অফিসার্স ক্লাবে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার বিয়ে হয়। সাবিলা নূরের পরিবার এবং নেহাল সুনন্দ তাহেরের পরিবারের সদস্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। এর আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বড় আয়োজনে সাবিলা নূরের হলুদ সন্ধ্যা হয়। নহাল সুনন্দ তাহের চাঁদপুরের সন্তান, থাকেন ঢাকায়।
কিশোর দাশ♥
চলতি বছরের ১৪ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী কিশোর দাশ। কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয় লেডিস ক্লাবে।