চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০১-০১ ১৬:৪৫:৩৭ || আপডেট: ২০২০-০১-০১ ১৬:৪৭:৫৮

মো. নুরুল আলম,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও মজুদ করার দায়ে ৩ হোটেল ও ১ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১লা জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা সাংবাদিকদের বলেন,উপজেলার বিভিন্ন হোটেলে নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার রান্না হচ্ছে ও অনেক আগে তৈরীকৃত খাবার খোলা ও ফ্রিজে রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়ে এ অভিযান পরিচালনা করেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন ৩টি হোটেল জমজম হোটেলকে ১০হাজার টাকা, খাজা হোটেলকে ১০হাজার টাকা ও মামা হোটেলকে ১০হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও ১টি রেস্টুরেন্ট নিউ কাঁশবনকে ২০ হাজার টাকা মোট ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চন্দনাইশ থানার এ এস আই মোঃ জসিমসহ বেশ কয়েকজন পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা জানান, যে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরী এবং পরিবেশনের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *