চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চন্দনাইশে গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: ২০২০-০১-০২ ২০:০০:০২ || আপডেট: ২০২০-০১-০২ ২০:০০:১২

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় শতবর্ষী বিদ্যাপীঠ গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ০২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে স্কুলে ভর্তি পরিক্ষায় ১শত ৬০টি আসনে মধ্যে টিকে থাকার জন্য ৪শত৬১ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২জন। মোট পরীক্ষার্থী সংখ্যা ৪শত ৪৯ জন।৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৪’শ ৬১টি ভর্তি ফরম বিক্রি করা হয়।

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম বদরুদ্দোজা, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিবেদিতা চাকমা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,
সহকারী প্রধান শিক্ষক মো: মতিন, শিক্ষক পরিষদের সম্পাদক শাহজাহান আজাদ, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো: কামরুদ্দীন এবং চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম প্রমূখসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

কাল ০৩ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষার ফলাফল দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *