চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

কাকারা ইউনিয়ন ছাত্রলীগের ৮টি ইউনিটের কমিটি বাতিল: ক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রকাশ: ২০২০-০১-০৪ ০০:০১:২৬ || আপডেট: ২০২০-০১-০৪ ০০:০১:৩৪


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
গঠনতন্ত্র লংঘন করে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিলুপ্ত ঘোষিত কমিটির নেতারা।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় চকরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন, ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন রহমান শাওন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা শাওন দাবী করেন, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক গঠনতন্ত্র অমান্যকরে গত ২ জানুয়ারী ২০২০ কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আবছার আকাশ ও সাধারণ সম্পাদক মো: সাহাদত হোসেন যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাকারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কমিটি বহাল রেখে অন্য ৮টি ওয়ার্ডের সবকমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে প্রেস বিজ্ঞপ্তিটি তাদের ফেসবুক ওয়ালে ছেড়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবী করেন, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের ৯টি ওয়ার্ড কমিটির গঠনের পর বর্তমানে তার মেয়াদ ৫-৬ মাস পূর্ণ হয়েছে মাত্র। এক বছর মেয়াদী এসব ওয়ার্ড কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা কমিটিকে না জানিয়ে তাদের মনগড়া সিদ্ধান্তের মাধ্যমে ওয়ার্ড কমিটি ভেঙ্গে দেয়ায় পুরো ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সংবাদ সম্মেলনে বাতিলকৃত এসব ওয়ার্ড কমিটি অবিলম্বে পুন:বহালের জন্য উপজেলা ছাত্রলীগের হস্তক্ষেপ কামনার পাশাপাশি বিতর্কীত এ সিদ্ধান্তের জন্য ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা মহসিন রহমান শাওন দাবী করেন, ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির অযোগ্যতার কারণে গত ১৫ ডিসেম্বর কাকারা ইউনিয়ন ছাত্রলীগের ৫নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমানের উপর হামলা চালানো হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক সাহাদত হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

বিষয়টি লিখিতভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়। উপজেলা ছাত্রলীগ বিষয়টির ব্যাপারে সুষ্ঠ বিচারের আশ^াস দিলেও এখনো পর্যন্ত কোন ধরণের কার্যকর পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে কাকারা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সাহাদত হোসেন বিরুদ্ধে অতীতে জামায়াত শিবির ও বর্তমানে তার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছে বলেও দাবী করা হয়।

বিষয়টির ব্যাপারে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ বলেন, উপজেলা কমিটির অনুমতি না নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের মনগড়া সিদ্ধান্তে হঠাৎ করে কাকারা ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি ভেঙ্গে দেওয়ার বিষয়টি সমুচিন হয়নি। তদন্ত পূর্বক অবিলম্বে এ ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাকারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তফসির আহমদ, ২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সুজন, যুগ্ম আহবায়ক রিমন, ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ, ৪নম্বর ওয়ার্ডের সভাপতি জমির উদ্দিন, ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছোটন, সাধারণ সম্পাদক আশিক, ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিফাত,৭নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হারুন, ৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেফায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. আবিদ, ৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক রায়হান ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামানসহ ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *