চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিলেন ইউএনও

প্রকাশ: ২০২০-০১-০৪ ০০:২৯:১২ || আপডেট: ২০২০-০১-০৪ ০০:২৯:২৪

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নের ৭০ জন দুস্থ মানুষকে কম্বল দেয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষের মাঝে নিজ হাতে এসব কম্বল তুলে দেন।

কম্বল বিতরণকালে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম। বৃহষ্পতিবার (২ জানুয়ারি) চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে ৭০ টি ও এর আগে পৌরসভার গোচরা জেলে পাড়া এলাকায় ১০০ টি কম্বল বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন ইউএনও। গত শীতের মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে কম্বল তুলে দিয়ে ব্যতিক্রমী কাজটি শুরু করেন তিনি।


ইউএনও মো. মাসুদুর রহমান বলেন,“ প্রকৃত শীতার্থ মানুষের হাতে যাতে কম্বল পৌঁছে সেজন্য তিনি এই উদ্যোগ গ্রহন করেছি। উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে কম্বল দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *