চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বন্য হাতির তান্ডব, জনমনে আতঙ্ক

প্রকাশ: ২০২০-০১-০৭ ১১:৩০:২৭ || আপডেট: ২০২০-০১-০৭ ১১:৩০:৩৪


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় কয়েকদিন ধরে দেয়াঙ পাহাড় ও লোকালয়ের কাছাকাছি হাতির বিচরণ দেখা গেলেও এবার গ্রামে ঢুকে তান্ডব শুরু করেছে। গত শনিবার ও রবিবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের কালা গাজীর পাড়া ও হাজীগাঁও এলাকায় ৮টি বসতঘরের দেয়াল ভাংচুর করে। এর আগে ফসলি জমি তছনছ করে দুই হাতি।


স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে দেয়াঙ পাহাড় ও আশপাশের এলাকায় দুটি বন্য হাতির বিচরণ এলাকাবাসীর নজরে আসে। বাঁশখালীর পাহাড়ি এলাকা থেকে হাতি দুটি এখানে এসেছে বলে এলাকাবাসীর ধারণা। গত শনিবার গভীর রাতে হাতি দুটি তান্ডব চালিয়ে বটতলী কালা গাজী পাড়ার মফিজুর রহমান, শের আলী সওদাগর,নুরুল করিম ও আইয়ুব আলীর বসতঘরের দেয়ালসহ দরজা-জানালা ভেঙে ফেলে। একইভাবে গত রবিবার রাতে হাজীগাঁওয়ের মো.ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ দিদার ও নুরুল আলমের বসতঘরে তান্ডব চালায়। তবে হাতির আক্রমণে হতাহতের ঘটনা ঘটেনি।


বিষয়টি নিশ্চিত করে বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন,হাতি আতঙ্কে এলাকার মানুষের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। এ ব্যাপারে বনবিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *