চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় শস্য উৎপাদন ও সংরণ বিষয়ক প্রশিণ কর্মশালা

প্রকাশ: ২০২০-০১-০৭ ১১:৫৫:১৫ || আপডেট: ২০২০-০১-০৭ ১১:৫৫:২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন বাজারজাতকরণ কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়ায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরণ বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিণ কর্মশালা রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় মিলনায়তনে শুরু হয়েছে।

রাঙ্গুনিয়া পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে প্রশিণ শেষে আলোচনা সভা উপজেলা ইউসিসিএ লিমিটেড’র চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোরশেদ আলম। প্রশিক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।

বক্তব্য রাখেন পৌরসভা আ.লীগের সভাপতি আসলাম খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। প্রশিণ কর্মশালায় ১৬০ জন প্রশিনার্থী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *