চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনেী অনুষ্ঠান

প্রকাশ: ২০২০-০১-১০ ২০:৫৯:৩১ || আপডেট: ২০২০-০১-১০ ২০:৫৯:৩৯

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনেী অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমান, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, জাফর উদ্দিন চৌধুরী, দোলন মজুমদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, আনোয়ার হোসেন কন্ট্রাকটার, নজরুল ইসলাম বাবুল, ছগির আহমদ আজাদ, হাফেজ আবুল হাসান কাশেম, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, রফিক আহমদ কোম্পানি, মুক্তিযুদ্ধা ফজল আহমদ, হেলাল উদ্দিন, আফতাব উদ্দিন আহমদ সোহেল, আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে বিকাল ৩ টায় উপজেলার চাতরী চৌমুহনী আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার কাউন্ট ডাউন্ট বক্লযন্ত্র স্থাপন করা হয়। এ সময়ে যন্ত্রটি দেখতে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়। বিকাল পাঁচটায় ভিডিও চিত্রের মাধ্যেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানটি প্রর্দশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *