চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

বিল্পবী মাস্টার দা সূর্য সেনের অবক্ষয় মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভারতীয় হাই কমিশনার

প্রকাশ: ২০২০-০১-১০ ১৯:৪২:৩২ || আপডেট: ২০২০-০১-১০ ১৯:৪২:৩৩

প্রদীপ শীল, রাউজানঃ

ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব বিদ্রোহের মহা নায়ক মাস্টার দা সূর্য সেনের বসত ভূমি ও সূর্য সেন চত্তর পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশ।

১০ জানুয়ারী শুক্রবার দুপুরে তিনি প্রথমে নোয়াপাড়াস্থ সূর্য সেনের বসত ভিটা সূর্য সেন পল্লীততে যান। সেখানে সূর্য সেনের প্রতিকী সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সূর্য সেনের স্মৃতি বিরাজিত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

এরপর তিনি আদ্যাপীট রামকৃষ্ণ সংঘ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি মুন্সির ঘাটাস্থ সূর্য সেন কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে সূর্য সেনের অবক্ষয় মুর্তিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে সূর্য সেন পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশকে ক্রেষ্ট উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সেক্রেটারী আনিদ্য ব্যানার্জী, সেকেন্ড সেক্রেটারী শুভাশীষ সিংহা, শ্যামল পালিত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *