চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পুকুর থেকে ৬ লাখ টাকার মাছ লুট

প্রকাশ: ২০২০-০১-১০ ১৯:৩৩:৩৫ || আপডেট: ২০২০-০১-১০ ১৯:৩৩:৪২


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে পুকুরে চাষ করা প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করেছে সন্ত্রাসীরা। উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। মাছ লুটের ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ জহির উদ্দিন বাবর।

মামলার বাদি জহির উদ্দিন বাবর অভিযোগ করেন, আমি, হেদায়েত উল্লাহ ও বিল্পব দীর্ঘদিন ধরে বাড়ি সংলগ্ন একটি পুকুরে মাছ চাষ করে আসছি। গত ৮ জানুয়ারি রাতে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল জোরপূর্বক জাল দিয়ে পুকুর থেকে রুই, কাতাল, মৃগেল, কার্প ও তেলাপিয়া সহ প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় রাহুল শর্মা, নাজিম উদ্দিন, দাউদুল ইসলাম ও জাবেদের নাম উল্লেখ করে ১০-১২ জন অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মাছ লুটের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *