চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় অদ্ভুত মাছ দেখতে ভিড়

প্রকাশ: ২০২০-০১-১৭ ১৯:৫৬:১৪ || আপডেট: ২০২০-০১-১৭ ১৯:৫৭:৫৫

রাঙ্গুনিয়া (প্রতিনিধি),চট্টগ্রাম :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কমল বড়–য়া নামে এক জেলের জালে ডোরাকাটা অদ্ভুত একটি মাছ ধরা পড়ে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বড়–য়া পাড়ার একটি জলাশয়ে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আজাদ মাছটি কিনে নেন। মাছটির ওজন ৬ শ গ্রাম ও লম্বায় দেড় ফুট বলে জানান তিনি।


ডোরাকাটা অদ্ভুত মাছের খবর পেয়ে স্থানীয় উৎসুক লোকজন ভিড় জমায়। ওই এলাকায় এর আগে কখনো এমন মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন ও জেলেরা।


মাছ ব্যবসায়ী মো. আজাদ বলেন, “ টাইগার ফিশ নামে পরিচিত মাছটি। এটি গ্রামাঞ্চলে এখন দেখা যাচ্ছে।। এটি সংরক্ষণ করে রেখেছি। ”


জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। মাছটি খুব দ্রুত বংশ বিস্তার করে। আবার সহজে মরেও না। বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছটি মাঝে মাঝে দেখা যায়। এটি অনেকে শোভাবর্ধনের জন্য অ্যাকোরিয়ামেও রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *