চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

৬ দিন পর আরব সাগর থেকে উদ্ধার হলো প্রবাসী ইদ্রিছের লাশ

প্রকাশ: ২০২০-০১-১৭ ১৯:৪৩:৫২ || আপডেট: ২০২০-০১-১৭ ১৯:৪৫:১৬

রাঙ্গুনিয়া, (প্রতিনিধি) চট্টগ্রাম :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়েছিল। নিখোঁজের ৬ দিন পর বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়। তাঁর নাম মো. ইদ্রিছ (৪০)।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আফজলের পাড়া এলাকার আহমদ জলিলের একমাত্র পুত্র। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার।
নিহত ইদ্রিছের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, এক বছর আগে ইদ্রিচ জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) নিজে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলেন। তাঁর এক সহকর্মীও গাড়িতে ছিলেন। যাওয়ার পথে জমে থাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায় গাড়ি। গাড়িটি উল্টে ভেসে যাওয়ার সময় লাফিয়ে পড়েন ইদ্রিছ।

অন্যজন গাড়িতেই ভেসে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন ইদ্রিছ। দীর্ঘ ৬ দিন পর আরব সাগরের ওমান সীমান্তে তাঁর লাশের সন্ধান পায় স্থানীয় পুলিশ। তাঁরা লাশটি উদ্ধার করেন। নিহত ইদ্রিছ তাঁর পরিবারের একমাত্র পুত্র সন্তান। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *