চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

রামুতে শিক্ষার্থীদের পিকিনিকের বাস খাদে- নিহত ১, আহত ৩৬,

প্রকাশ: ২০২০-০১-১৮ ২০:৫০:০৯ || আপডেট: ২০২০-০১-১৮ ২০:৫০:১৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
শিক্ষা সফরে ঢাকা থেকে কক্সবাজারগামী শিক্ষার্থীদের পরিবহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে ড্রাইভার নিহত, আহত হয়েছেন ৩৬ জন। আহতরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারী) ভোর সাড়ে ৬ টায় কক্সবাজারের রামু উপজেলার বাইপাসের বিক্লপ সড়ক মেরুল্লাহ এলাকার পুরাতন ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে কক্সবাজার ও চট্টগ্রামের মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঐ গাড়ীতে থাকা ঢাবি শিক্ষার্থী নাজমুল হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভুলে এ সড়ক দিয়ে আসে বাসটি ব্রীজটি পার হতে র ্যালিং ভেঙ্গে বাস উল্টে খাদে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছে।

তিনি আরো জানান, ঢাকাস্থ পটুয়াখালী জেলা শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে সেন্টমার্টিন যাওয়ার পথে দুর্ঘটনার শিকার ৫৫ সিটের এই বাসটিতে ৫৯জন শিক্ষার্থী ছিলেন।

বনভোজনে আসা কামাল বলেন, অটোকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পাঁচজন গুরুতর আহতরা ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য বনভোজনটি বাতিল করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খাইয়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩৬ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *