চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

গাছবাড়িয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

প্রকাশ: ২০২০-০১-২০ ১৪:১৩:৫১ || আপডেট: ২০২০-০১-২০ ১৪:২২:৪২


মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে গাছবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ হল রুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহফুজ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ মিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল খালেক, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফখরুল মাওলা, জীব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক বিপ্লব কুমার শীল, পদার্থ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক বিভূতি ভূষণ দত্ত, অভিভাবকদের পক্ষে হ্যাপী দাশ, কোহিনূর, মোকারুম আলী, মিহির দাশ ও মোহাম্মদ শাহাজাহান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে বিদায় তাদের রেজাল্ট ভালো হচ্ছে না। তাই এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *