চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় অভিযানে ৫ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০১-২২ ২১:৩৩:৪৭ || আপডেট: ২০২০-০১-২২ ২১:৩৩:৫৮

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে ৫ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও নির্বাহী হাকিম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।

আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ একদল পুলিশ।


ইউএনও মো. মাসুদুর রহমান বলেন “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দুলাল চৌধুরীর মালিকানাধীন ডি এন্ড সি , মো. বাচ্চুর মালিকানাধীন এম আর বি, মো. রাজ্জাকের মালিকানাধীন এম বি বি, নাছির উদ্দিনের মালিকানাধীন পি বি বি ও মশিউর রহমানের মালিকানাধীন এ আর বি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে ৫ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *