চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় তিনদিব্যাপী মহাথের বরণ অনুষ্ঠান ও ব্যুহচক্র মেলার সমাপনী

প্রকাশ: ২০২০-০১-২৪ ১৯:২৬:৪৭ || আপডেট: ২০২০-০১-২৪ ১৯:২৭:০০

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামে জ্ঞানবংশ থের’র তিনদিনব্যাপী মহাথের বরণ অনুষ্ঠান ও ব্যুহচক্র মেলার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বিহার প্রাঙ্গনে মহাথের বরণ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের। প্রধান বক্তা ছিলেন স্যার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তর কুমার বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী থের, সহসভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, বিকিরণ প্রসাদ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, লায়ন আদর্শ কুমার বড়–য়া, রনজিৎ বড়ুয়া, নন্দিতা বড়ুয়া প্রমুখ।

বক্তব্য দেন মহাথের বরণ ও ব্যুহচক্র মেলা উদযাপন কমিটির সভাপতি পরমানন্দ মহাথের, কার্যকরী সভাপতি ধর্মানন্দ মহাথের, প্রধান সমন্বয়কারী করুণাশ্রী থের, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া প্রমুখ।


সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বৌদ্ধদের ধর্মযাজক গৌতম বুদ্ধের বাণী পরিপূর্নভাবে পালন করে সুখও সমৃদ্ধি অর্জন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *