চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

বরুমচড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার সালানা জলসা ও প্রতিষ্ঠাতার স্মরণ সভা

প্রকাশ: ২০২০-০১-২৬ ১২:০৩:৪২ || আপডেট: ২০২০-০১-২৬ ১২:০৩:৪৯


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার বরুমচড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার ৪৪তম সালানা জলসা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ইসমাঈল হোসেন চিস্তীর (রহ.) স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা ময়দানে সুপার আল্লামা আবদুল কাদের মুনিরীর সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন আরিফ,মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য আল্লামা নুর মোহাম্মদ হক্কানী,অভিভাবক সদস্য আবদুর রহিম,জামাল উদ্দিন,সিরাজুল মোস্তফা,শিক্ষানুরাগী সদস্য নুরুল আবছার তালুকদার,ইসলামী ব্যাংকের এভিপি আবদুল আজিম চৌধুরী,ইসলামিক ফাউন্ডেশন পটিয়ার কর্মকর্তা গাজী মোজাম্মেল হক চৌধুরী,বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আলকাদেরী,চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী,অত্র মাদ্রাসার সহ-সুপার মুফতি আবুল কাশেম আনোয়ারী প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো.আমির খসরু।

অনুষ্ঠানে আল মুঈন নামের একটি চাররঙা আকর্ষণীয় স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *