চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে শপিং ব্যাগ থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক-৩

প্রকাশ: ২০২০-০১-২৬ ১২:১২:১২ || আপডেট: ২০২০-০১-২৬ ১২:১২:১৯

আব্দুল্লাহ মনির, টেকনাফ :
টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাও এক মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

ইয়াবাসহ আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকার আব্দু গফুরের স্ত্রী নুর বাহার(৫০), হোয়াইক্যাং ইউনিয়নের
খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মো. হেলাল(২৮),টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মো.ইসমাইলের ছেলে রাজ্জাক(১৮)।

শনিবার রাত ৯ টা দিকে টেকনাফের ডেইল পাড়া আব্দুল গফুরের বাড়ি থেকে
এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে.এম সোহেল রানা বলেন, শনিবার রাতে
আমরা গোপন সংবাদের জানতে পারি ইয়াবার একটি বড় চালান আব্দুল গফুরের বাড়িতে মজুর রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে গফুরের বাড়িতে তল্লাশী করে ২টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

পরে ব্যাগ দুইটি উদ্ধার করে ১ লাখ ৫০ হাজার
পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানায়।

তিনি আরো বলেন, ইয়াবা উদ্ধারে ঘটনায় জড়িত থাকায় মোঃ আব্দুল গফুর (৬০)ও তার
দুই ছেলে মোঃ হোসেন(৩০), মোঃ সাদ্দাম হোসেন (২৫)এবং তার স্ত্রী মোছাঃ আঞ্জুমা বেগম পলাতক আসামি করা হয়েছে ।

তারা দীর্ঘদিন যাবত ইয়াবা
ব্যাবসা করে আসছে। আটককৃত আসামীসহ উদ্ধার ইয়াবা গুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *