চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

সাগরে নিখোঁজ ২০ মাঝিমাল্লাসহ ট্রলারটির খোঁজ মিলল মিয়ানমারে

প্রকাশ: ২০২০-০১-২৬ ১৬:৪৮:৪৬ || আপডেট: ২০২০-০১-২৬ ১৬:৫১:০৮


আনোয়ারা প্রতিনিধি :
বঙ্গোপসাগরে মৎস্য আহরণ অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে ২০ মাঝিমাল্লাসহ নিখোঁজ এফবি বাকলিয়া ফিশিং-১ নামের সেই ট্রলারটির সন্ধান মিলেছে।

গত শনিবার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীতাপারোকিয়া প্যাচের অদূরে চরে আটকা পড়া অবস্থায় ট্রলারটি উদ্ধার করেছে মিয়ানমারের নৌবাহিনী। সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের হেড অব মিশন বারিকুল ইসলামের বরাত দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


গত ১৯ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়ার পর ২১ তারিখ থেকে নিখোঁজ হয়ে পড়ে ট্রলারটি। খবর পেয়ে মাঝিমাল্লাসহ নিখোঁজ ট্রলারটির সন্ধানে সাগরে তল্লাশি অভিযানে নামে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। সামুদ্রিক ফিশিং লাইসেন্সধারী ট্রলারটি গত ১৬ জানুয়ারি কর্ণফুলী নদীর ফিশারীঘাট থেকে মাছ ধরার উদ্দশ্যে সাগরে যায়।


এ বিষয়ে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে.কমান্ডার সাইফুল ইসলাম বলেন,ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজ ট্রলারটির সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনী সাগরে তল্লাশি চালায়। কিন্তু ট্রলারটি ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় চলে গিয়ে সীতাপারোকিয়া প্যাচের অদূরে চরে আটকা পড়ে।

মিয়ানমার-বাংলাদেশ বাণিজ্যে নিয়োজিত একটি জাহাজ সীতাপারোকিয়া প্যাচের অদূরে চরে আটকা পড়া অবস্থায় ট্রলারটি দেখে আমাদের খবর দিলে বিষয়টি বাংলাদেশ কনসুলেট অফিসকে অবহিত করি।

কনসুলেট অফিস মিয়ানমার নৌবাহিনীকে বিষয়টি জানালে নৌবাহিনী মাঝিমাল্লাসহ ট্রলারটি উদ্ধার করে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্র সীমানার জিরো লাইনে মাঝিমাল্লাসহ ট্রলারটি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে হস্তান্তর করে মিয়ানমারের নৌবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *