চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে গর্ভবতী গাভীর মাংস বিক্রির জন্য কসাইকে অর্থ দন্ড

প্রকাশ: ২০২০-০১-২৭ ২০:১৮:৫৭ || আপডেট: ২০২০-০১-২৭ ২০:১৯:০৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজারে গর্ভবতী গাভীর (গরুর) মাংস বিক্রির জন্য এক কসাইকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সূত্রে জানা যায় সোমবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে নাইক্ষ্যংছড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও কচি জানান স্থানীয় কসাই মোঃ সেলিমকে গর্ভবতী গাভী গরুর মাংস বিক্রির জন্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২০ হাজার টাকা অর্থ দন্ড ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

তিনি এধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে জানান সাংবাড়দিকদের।

এদিকে এলাকার সচেতন মহল ও বাজার ব্যবসায়ীরা
উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *